• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

গরমে নাজেহাল মানুষের জন্য অরিজিৎ সিং'র ভিন্ন উদ্যোগ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ এপ্রিল ২০২৪, ১৬:৩৩
সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র গরমে নাজেহাল মানুষ। এমন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন গায়ক অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে অরিজিৎ সিংয়ের পরিবারের পক্ষ থেকে ‘হেঁশেল’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করা হয়। রেস্তোরাঁর বাইরে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য।

সংগীত জগতে অরিজিতের খ্যাতির পাশাপাশি তার পারিবারিক রেস্তোরাঁ হেঁশেলের সুনাম বাড়ছে রাজ্যজুড়ে। জেলা, রাজ্য ছাড়িয়ে দেশবিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেঁশেলের সুখ্যাতি। পথ চলতি সাধারণ মানুষের যখন গলা শুকিয়ে কাঠ, এক গ্লাস পানির জন্য প্রাণ ওষ্ঠাগত, তখন অরিজিৎ সিং তার পরিবারের পরিচালনা করা হেঁশেলে গ্লুকোজ দেওয়া ঠান্ডা পানি তুলে দিচ্ছেন সবাইকে।

অরিজিতের পারিবারিক রেস্তোরাঁ হেঁশেলে বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশবিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং ও হোটেলের ম্যানেজার রাজু। যদিও শহরে থাকলে মাঝে মাঝে রেস্তোরাঁতে পা রাখেন অরিজিৎ নিজেও।

সাধারণ মানুষের কথা মাথায় রেখে গ্লুকোজ ও ঠান্ডা পানির ব্যবস্থা গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর গরম নিয়ে দুঃসংবাদ
শীতে পা কিছুতেই গরম হয় না, অজান্তেই ভুগছেন না তো এই সমস্যায়?
শীতের দাপটে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে
গরম পানি ব্যবহারে ক্ষতি হয় ত্বক এবং চুলের