• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঢালিউডের ‘গসিপ কুইন’ অপু বিশ্বাস: ইমন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩২
ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে তারকাদের নিয়ে প্রতিবারই আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। মজাচ্ছলে করা সেসব আড্ডায় উঠে আসে শোবিজ অঙ্গনের নানা তথ্য। সম্প্রতি ঘটলো তেমনই এক ঘটনা। এক অনুষ্ঠানে হাজির হয়ে হালের তরুণ নায়ক ইমন ঢালিউডের ‘গসিপ কুইন’ হিসেবে অ্যাখ্যা দিলেন অপু বিশ্বাসকে।

ওই অনুষ্ঠানে ইমনকে প্রশ্ন করা হয় ঢালিউডের গসিপ কুইন কে? জবাবে এই চিত্রনায়ক বলেন, অপু বিশ্বাস। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে।

এ সময় ইমন আরও বলেন, ঢালিউডের সব খবরও থাকে অপু বিশ্বাসের কাছে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস
অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেন ইমন
ইমনের তাণ্ডবে ফিকে তামিমের ঝড়, জয় পেল বরিশাল  
এটা অন্য জায়গায় হলে চুলের মুঠি ধরে বের করে দিত: ইমন