• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ মে ২০২৪, ১৩:২৮
ছবি : সংগৃহীত

১১ মাসের মাথায় দ্বিতীয় সন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। মঙ্গলবার (৩০ এপ্রিল) অভিনেতার স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দুজনেই সুস্থ্য রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন রোশান।

বুধবার (১ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে নবজাতকের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন রোশান। ক্যাপশনে তিনি লিখেছেন— কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।

সকলের কাছে ছেলের জন্য দোয়া চেয়ে চিত্রনায়ক লেখেন, এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারি।

জানা গেছে, ২০২০ সালের ১১ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এশা-রোশান। এদিন অভিনেতার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গেল বছরের শুরুতে গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন রোশান। পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন রোশান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় রোশানের। এই সিনেমায় পরীমণির সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ মাস পর শুরু হচ্ছে রোশান-বুবলীর সিনেমার শুটিং