• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে শত্রু বেশি ফারিণের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ মে ২০২৪, ১১:৫১
ছবি : সংগৃহীত

নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের পর ইত্যাদিতে গান গেয়ে এখন তুমুল আলোচনায় তাসনিয়া ফারিণ। সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছিলেন দেশের একটি গণমাধ্যমের। সেখানে কথা বলেছেন নানা বিষয় নিয়ে।

ফারিণ বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। তাইতো কখনো কোনো গড়পড়তা কাজ করিনি। সব সময় দেখি, চরিত্র ও গল্পে কী ধরনের নতুনত্ব আছে, যা আমার জন্য নতুন। আর সেটা কীভাবে প্রভাব ফেলবে আমার ক্যারিয়ার জীবনে।

তিনি আরও বলেন, চিত্রনাট্য পছন্দ না হলে কাজে না তো আমাকে করতেই হবে। আর এটাই হয় বেশি। হ্যাঁ বলার চেয়ে না-ই বেশি বলি। স্ট্রেট কাটভাবে বলি। সে কারণে আমার শত্রু বেশি। অনেকেই মন খারাপ করেন। অন্যভাবে নেন। ভুল বোঝেন। কিন্তু এটা আমি আমার ক্যারিয়ারের কথা ভেবেই করি। কিছুই করার নেই।

এই অভিনেত্রী বলেন, আজ যদি আমার ক্যারিয়ার না থাকে, তখন কেউই আর আমাকে ডাকবেন না। সেজন্য নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। আর সেটাই আমি করছি।

‘রঙে রঙে রঙিন হব’ গানের গায়িকা ফারিণ বলেন, আজ যে আমি এখানে, তা পুরোটাই এসেছি নিজের চেষ্টায়, সম্পূর্ণ একা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ
‘ইত্যাদি’ এবার সুন্দরবনের প্রবেশদ্বার মোংলায়
৬৬-তেও তরুণ হানিফ সংকেত