• ঢাকা রোববার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
logo

নতুন খবর দিলেন শুভ 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ মে ২০২৪, ১৩:৫১
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দিলেন নতুন খবর। শুক্রবার (৩ মে) ছুটির দিনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমা ‘নীলচক্র’র ফাস্টলুক পোস্টার।

প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ। আর তার একপাশে অসংখ্য খবরের কাগজ। তবে সেগুলো ঝাপসা।

নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, নীলচক্র কি নীল হবে না রক্তের রঙ লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র।

‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

প্রসঙ্গত, নীরবেই কাজ করতে ভালোবাসেন শুভ। তাইতো গতবছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও আর বেশি কিছু বলেননি এই অভিনেতা।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ, বিপরীতে কে?
‘আমি ভালো আছি মা, তুমি দোয়া দিয়ে গেছো’
আরিফিন শুভর প্রশংসায় ‘হীরামন্ডি’ নায়িকা 
কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌