• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আপনি শুধু সুপারস্টার নন, অসাধারণ মানুষ : মিশা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ মে ২০২৪, ১৯:০৬
সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘লড়াকু’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক নিয়েছিল বলে মনে করা হয়। এই সিনেমার আগেও অন্য সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকলেও কুংফু, ক্যারাতে মার্শাল আর্টের অ্যাকশন জনপ্রিয় হয় ‘লড়াকু’ দিয়েই। এই সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। এরপর হুংকার, বিষদাঁত, বজ্রপাত, অকর্মা, ইনকিলাব, উত্থান পতন, সন্ত্রাস, শেষ আঘাত, দেশ দুশমন, অর্জন, লাওয়ারিশ, অধিনায়কের মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি।

শুক্রবার (৩ মে) এই অভিনেতার জন্মদিন। তার জন্মদিনে চলচ্চিত্রের মানুষেরা শুভেচ্ছা জানাচ্ছেন। জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরও শুভেচ্ছা জানালেন।

দুজনের একটি ছবি পোস্ট করে মিশা বললেন, আপনি শুধু সুপারস্টার না, আপনি একজন অসাধারণ মানুষ। আপনার উদারতায় আমরা মুগ্ধ। শুভ জন্মদিন রুবেল ভাই।

রুবেল ১৯৬০ সালের ৩ মে বরিশালে জন্মগ্রহণ করেন। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন। প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন রুবেল। দীর্ঘদিনের ক্যারিয়ারে রুবেল অভিনয় করেছেন দুই বাংলার প্রায় ৫০ জন নায়িকার সঙ্গে। ৯০ দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনায় নামেন।

রুবেলের প্রযোজিত ও পরিচালিত ছবিগুলো হচ্ছে বিচ্ছু বাহিনী, মায়ের জন্য যুদ্ধ, প্রবেশ নিষেধ, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, বিষাক্ত চোখ, রক্তপিপাসা, সিটি রংবাজ, খুনের পরিণাম, অন্ধকারে চিতা, চারিদিকে অন্ধকার ইত্যাদি। রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডাইরেক্টর হিসেবেও সফল ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন আজ
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: মিশা সওদাগর
তরুণীর গায়ে মদ ঢেলে ‘কেজিএফ’ তারকার 'টক্সিক’ জন্মদিন!
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক