• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অভিনয় ছাড়তে চেয়েছিলেন মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৪:৪৭
ছবি : সংগৃহীত

ছোটপর্দা, বড় পর্দা কিংবা ওটিটি- যেখানেই কাজ করেছেন, সেখানেই বাজিমাত করেছেন মোশাররফ করিম। কিন্তু দর্শক হৃদয়ে ঠাঁই করে নেওয়া এই অভিনেতা মাঝে ছেড়ে দিতে চেয়েছিলেন অভিনয়। কিন্তু কেন? কী সেই কারণ? সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন সে কথা।

মোশাররফ করিম বলেন, আমার ক্লান্তি লাগে। তবুও দিনশেষে এটাই উপভোগ করি। অনেকবার ভেবেছি অভিনয়টা ছেড়ে দেব। অন্য কিছু করব। কিন্তু অন্য কী করব, সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে এখানেই ফিরি।

নন্দিত এই অভিনেতা বলেন, খুব একটা গোছালো মানুষ আমি নই। এটাই বড় সমস্যা। কারণ, গোছালো মানুষরা একসঙ্গে কয়েকটি কাজ করতে পারে, ডিসিপ্লিনওয়াইজ। কিন্তু আমি তো তেমন না। এজন্যই অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি না। একটি কাজ করতে গিয়েই হিমশিম খেয়ে পড়ি। টাইম ম্যানেজমেন্ট আমার ভালো না।

ওই সাক্ষাৎকারে মোশাররফ করিম আরও বলেন, যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ
অশ্লীলতার অভিযোগ, নিষিদ্ধ হলো ১৮ ওটিটি প্ল্যাটফর্ম
বছরের আলোচিত ওটিটি কন্টেন্ট
এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া