• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

‘গেম অব থ্রোনস’ অভিনেতা ইয়ানের মৃত্যু 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২৪, ১০:৫৬
ছবি : সংগৃহীত

এইচবিওর সুপারহিট সিরিজ ‘গেম অব থ্রোনস’। এই সিরিজের কেভিন ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ইয়ান গেলডার।ক্যানসারের সঙ্গে লড়াই করে সোমবার (৬ মে) এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে গেলডারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার তিন দশকের দাম্পত্যসঙ্গী বেন ড্যানিয়েলস।

এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, আমার হৃদয়টা লাখ লাখ টুকরো হয়ে গেছে। অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় স্বামী ও জীবনসঙ্গী ইয়ান গেলডারের মৃত্যুর খবর।

ড্যানিয়েলস আরও জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে গেলডার পিত্তনালীর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ইয়ান। তবে তার মধ্যে ‘গেম অব থ্রোনস’ সিরিজে টাইউইন ল্যানিস্টারের ছোট ভাই ও তার বিশ্বস্ত উপদেষ্টা কেভিন ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নেন। এর বাইরে ‘টর্চউড’, ‘হিজ ডার্ক ম্যাটেরিয়ালস’ ও ‘ডক্টরস হু’সহ বেশ কয়েকটি টিভি শোতে দেখা গেছে এই অভিনেতাকে।

টেলিভিশনের বাইরে মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেছেন গেলডার। ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’সহ বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়