• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট ১১ মে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ০৯:৫২
ছবি : সংগৃহীত

অঞ্জন দত্ত। বাংলা সংগীতের এক নস্টালজিয়ার নাম। তার বেলা বোস, রঞ্জনা কিংবা মালা গান শুনে আজও অনেকে পুরনো স্মৃতি হাতড়ে বেড়ান। সরাসরি আবারও তার সুরে হারিয়ে যাওয়ার সুযোগ এসেছে। শনিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামের একটি কনসার্টে গাইবেন তিনি।

রাজধানীর ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় কনাসার্টটি অনুষ্ঠিত হবে। এতে অঞ্জন ছাড়াও গাইবে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি।

যৌথভাবে এই কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। এরইমধ্যে সব প্রস্তৃতিও সম্পন্ন হয়েছে। থাকছে স্পন্সর বুথ,বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি
বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত, কমানো হলো টিকিটের দাম
রাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপির নির্দেশনা
বিনা পারিশ্রমিকে রাহাত ফতেহ আলীর কনসার্টে উপস্থাপনা করবেন দীপ্তি