• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিনেপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ তোলায় ক্ষোভ ঝাড়ল কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ মে ২০২৪, ১০:১২
ছবি: সংগৃহীত

সিনেপ্লেক্সে থেকে ‘ডেডবডি’ সিনেমা নামিয়ে দেওয়ায় নানান অভিযোগ তোলেন সিনেমা নির্মাতা এমডি ইকবাল। অন্যদিকে ‘শ্যামাকাব্য’র নির্মাতা বদরুল আনাম সৌদও নানান সমস্যার কথা উল্লেখ করে নিজেই সিনেমা নামিয়ে নেন। সিনেপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ তোলায় এবার ক্ষোভ ঝাড়ল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

গত ১৩ মে ‘তৃতীয় দশকের স্বপ্ন’ এমন শিরোনামে দেশি-ভিনদেশি সিনেমা প্রসঙ্গে রাজধানীর একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এ সময় সম্প্রতি সিনেপ্লেক্স থেকে ‘ডেডবডি’ ও ‘শ্যামাকাব্য’ সিনেমা নির্মাতাদের ক্ষোভের প্রসঙ্গেও কথা বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহবুব রহমান।

তিনি বলেন, দেশের চলচ্চিত্রের কোনো কোনো নির্মাতা অভিযোগ করেছেন সিনেপ্লেক্স বাংলাদেশের সিনেমা প্রদর্শনে প্রাধান্য দেয় না। গেল সপ্তাহে মুক্তিপ্রাপ্ত এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ মুক্তির দুদিন পরই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়। এতে তিনি অভিযোগ করেন, সিনেপ্লেক্স বাংলা সিনেমার ভালো চায় না বলে ‘ডেডবডি’ সেখান থেকে নামিয়ে দিয়েছে।

শুধু তাই নয়, এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেও সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে ইকবাল বলেছেন, ‘স্টার সিনেপ্লেক্সের নভোথিয়েটার শাখায় ডেডবডি সিনেমার একটি শো দিয়েছে। যেটির কখনো নাম শুনিনি, সেখানে আর স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখায় একটি শো দিয়েছে, যার টিকিট মূল্য ৫০০ টাকা। ইকবাল দাবি করেছেন, এসব কারণে তিনি নিজেই তার ম্যানেজারকে সিনেপ্লেক্স থেকে ছবি নামিয়ে দিতে বলেছেন।

নির্মাতার এমন অভিযোগে অসন্তোষ প্রকাশ করে মাহবুব রহমান বলেন, যে অপবাদ দেওয়া হচ্ছে এতে সিনেপ্লেক্সের সবাই কষ্ট পেয়েছে। এখানে আমার বা সিনেপ্লেক্সের কোনো হাত নেই। আমি কোনো ব্যক্তি বা ছবির বিপক্ষে নই। ব্যবসা হলে প্রফিট সিনেপ্লেক্সের হবে। কিন্তু কোনো সিনেমা সিনেপ্লেক্সে দর্শক না দেখে, সেটা আমাদের দোষ নয়। এটা ছবি-সংশ্লিষ্টদের ব্যর্থতা। তারা ঠিকমতো প্রমোশন করেনি, ভালোমতো সিনেমা নির্মান করতে পারেনি। অথচ প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে ‘সিনেপ্লেক্সকে কন্ট্রোল’ করতে হবে। বিনিয়োগ করে রিস্ক নিচ্ছি আমি, আপনারা কেন কন্ট্রোল করবেন? এখানে গডফাদার আনতে চাচ্ছে কি না, জানি না।

আক্ষেপের সুরে তিনি বলেন, কথাগুলো বাধ্য হয়ে বলছি, সিনেপ্লেক্সে যারা ছবি দেখেন, তারা এসব ছবি (ডেডবডি) দেখতে চান না। ভালো গল্পের আধুনিক ছবি চায়। কিন্তু সেটা না করে যা ইচ্ছা ও মানহীন সিনেমা দিয়ে যদি জোর করে বলা হয়, সিনেপ্লেক্সে দেখাতে হবে, এটা তো হবে না। ‘ডেডবডি’ চালানোর জন্য উনি (ইকবাল) আমাকে বারবার অনুরোধ করার পর সিনেমাটি প্রর্দশন করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমা দর্শক দেখেইনি, বরং নেগেটিভ প্রতিক্রিয়া দিয়েছে। আমাদের দর্শকেরা বলেছে, সিনেপ্লেক্সে এই টাইপের সিনেমা দেখতে চাই না। দর্শকরাই আমাদের কাছে রাজা। এমন কোনো সিনেমা আমরা দেখাব না যে আমাদের ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে।

‘ডেডবডি’ সিনেমা প্রসঙ্গে মাহবুব রহমান আরও বলেন, দর্শক বিশ্বাস করে এসে যে সিনেমা দেখে বিরক্ত হচ্ছে এবং ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, স্ক্রিনিং কষ্ট উঠছে না সেই ছবি তো আমি চালাব না। এসব নিয়ে যে যতই প্রেস কনফারেন্স করুক আমার অবস্থান অনড় থাকবে। আমি সব সময় ভালো বাংলা সিনেমা পক্ষে। আমাদের ইয়াং মেধাবী পরিচালকেরা দর্শকদের চাহিদা বুঝে কিছু কিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন, যেমন হাওয়া, পরাণ, প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার।

‘শ্যামাকাব্য’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটি মুক্তির দিনেই নির্মাতা অভিযোগ করেন, সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে ৩ নম্বর হলে যে স্ক্রিনে তার সিনেমা দেখাচ্ছে, সেখানে সিনেমা দেখে বিভ্রান্ত হচ্ছেন দর্শক। স্ক্রিন ঘোলাসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এ কারণে তিনি সিনেপ্লেক্স থেকে সিনেমা নামিয়ে নেন।

বসুন্ধরাতে পাঁচটি স্ক্রিন রয়েছে। রিসেন্ট ভাড়া বাড়ানো হয়েছে। এ কারণে যে স্ক্রিনে সমস্যা আছে, সেটা ঠিক করা সম্ভব হয়নি। অপেক্ষা করছি, নতুন চুক্তি হওয়ার পর স্ক্রিনসহ বাকি যা আছে সেগুলো ঠিক করব। উনি (বদরুল আনাম সৌদ) ঠিক বলেছেন। ওই হলে আমাদের প্রজেকশনে একটু সমস্যা ছিল। ওনার ছবিটি যেহেতু ডার্ক, তিনি স্ক্রিন চেঞ্জ করতে আমাকে পারসোনালি বলতে পারতেন। আমি রিপ্লেস করে দিতে পারতাম। কিন্তু তারা সিনেপ্লেক্সের লবিতে দাঁড়িয়ে আমাদের অপবাদ দিয়েছে, সেটা মোটেও কাম্য নয়।

মাহবুব রহমান বলেন, সিনেমা ভালো-মন্দ তা বলব না, তবে দর্শক সেভাবে ছিল না। ভালো সিনেমা বলতে দর্শক ঈদের পর এখনো সিনেপ্লেক্সে ‘রাজকুমার’ চলছে এবং দর্শক পছন্দ করায় আমরা চালাচ্ছি। দর্শক কম থাকায় নামিয়ে দেওয়ার পর আবার দর্শকেরা চাচ্ছে বলে ‘কাজলরেখা’ দেখাচ্ছি। আমি সাপ্লাই ডিমান্ডে বিশ্বাস করি। দর্শক যেটা চাইবে আমি সেটা দেখাব। এতে ব্লেম করলে মানব না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনেপ্লেক্সে রূপান্তরিত হলো বিখ্যাত মণিহার সিনেমা হল
অসুস্থ ওমর সানী, চাইলেন দোয়া
এশিয়া ও পর্বত ভেঙে সিনেপ্লেক্স করছেন ডিপজল 
‘আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সিনেপ্লেক্স’