• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

অস্ত্রোপচারের আগে দোয়া চাইলেন রাখি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ মে ২০২৪, ০৯:৪৮
রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত

গত কয়েক দিন ধরেই অসুস্থ বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ভর্তি রয়েছেন হাসপাতালে। যদিও প্রথমে সবাই ভেবেছিল, হয়তো বরাবরের মতো এটাও কোনো নাটকীয়তার অংশ। প্রচারে আসার কৌশল হাতে নিয়েছেন রাখি। তবে জানা যায়, সত্যিই অসুস্থ রাখি।

কদিন আগেই বুকে এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অভিনেত্রীর জরায়ুতে টিউমার। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে রাখির। আর তাই অস্ত্রোপচারের আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

তবে রাখির জরায়ুতে সত্যিই টিউমার আছে কি না, হাসপাতাল সূত্রে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, ‘রাখির স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য পেতে হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।’

এদিকে শনিবার (১৮ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আনেন রাখি। হুইলচেয়ারে বসে থাকা অবস্থায় অভিনেত্রী বলেন, ‘আমার জন্য দোয়া করুন। আমার কান্না পাচ্ছে, ভয় লাগছে। তবে ঈশ্বরে বিশ্বাস রয়েছে। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার শরীরটা এখন একটু খারাপ।’

ওই ভিডিওতে তিনি আরও বলেন, ‘১০ সেন্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। সবাই আমার জন্য দোয়া করুন। হাসতে হাসতে অপারেশন থিয়েটারে যাচ্ছি, হাসতে হাসতেই বের হবো। জীবনে অনেক কঠিন লড়াই লড়েছি। এটাও পার হবো। আমি এর থেকে বেশি কথা বলতে পারছি না। রিতেশ আমার ব্যাপারে আপনাদের সব জানাবে।’

প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে রাখির। কিন্তু পরে জানা যায়, জরায়ুতে টিউমার ধরা পড়েছে তার। অভিনেত্রীর প্রাক্তন স্বামী রিতেশ সিং নিশ্চিত করেন বিষয়টি। প্রায় ১০ সেন্টিমিটার সাইজের একটি বিরাট টিউমার রাখির জরায়ুতে বাসা বেঁধেছে বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি, যা বললেন তার প্রাক্তন স্বামী
বিয়ে করলেন রাখির সাবেক স্বামী আদিল দুরানি