সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি গত ২ মার্চ (শনিবার) চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে। এরপর নতুন কমিটি দায়িত্ব নিয়ে সম্প্রতি তার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়ক।
জায়েদ খান বলেন, সত্যের জয় সবসময়। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শনিবার (১৮ মে) জায়েদ খানকে এক চিঠির মাধ্যমে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার (১৯ মে) সেই চিঠি হাতে পান এই চিত্রনায়ক।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। তবে প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।
মন্তব্য করুন