• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আরিফিন শুভর প্রশংসায় ‘হীরামন্ডি’ নায়িকা 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ মে ২০২৪, ২৩:৫০
ছবি: সংগৃহীত

চলছে কান চলচ্চিত্র উৎসব। এবারের ৭৭তম আসরে জীবনে প্রথমবারের মতো সেখানে হাজির হন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ্‌। আর সেখানেই প্রশংসা করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। তার পরে এবার শুভকে প্রশংসায় ভাসালেন সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’র নায়িকা অদিতি রাও হায়দারি।

বাংলাদেশি সাংবাদিকদের তিনি বলেন, সত্যি বলতে আমি সেভাবে বাংলা সিনেমা দেখিনি। তবে সম্প্রতি মুজিব সিনেমা দেখেছি। গল্প ইনক্রেডিবল। আর মুজিব চরিত্রে তার (আরিফিন শুভর) অভিনয় অবিশ্বাস্য। সত্যিই অবিশ্বাস্য।

অদিতি রাও আরও বলেন, আমি তার (আরিফিন শুভর) কাজে খুবই খুশি। অনেক প্রভাবিত।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল। এটি গেল বছরের ১৩ অক্টোবর দেশজুড়ে মুক্তি পায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার নতুন সিরিজে নাম লেখালেন আরিফিন শুভ
অভিনেতা আরিফিন শুভর প্লট বাতিল করছে রাজউক
আরিফিন শুভর সেই ১০ কাঠার প্লট নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
শুভ-অর্পিতার বিচ্ছেদ