• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জ্যোতিকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ মে ২০২৪, ১৪:০১
ছবি: জ্যোতি সিনহার ফেসবুক থেকে সংগৃহীত

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে তৈরি হয়েছে ‘কহে বীরাঙ্গনা’ নাটক। শুভাশিস সিনহা নির্দেশিত এই নাটকটিতে একাই চার নারী চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। শততম মঞ্চায়নের দিন আগামী ৩১ মে (শুক্রবার) শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে এই অভিনেত্রীকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার।

এ প্রসঙ্গে জ্যোতি গণমাধ্যমকে বলেন, যে কোনো থিয়েটার দলের জন্য কোনো প্রযোজনার শততম প্রদর্শনী করতে পারাটা নিঃসন্দেহে আনন্দের। সঙ্গে চ্যালেঞ্জিংও। মণিপুরি থিয়েটার সেটা করতে পেরেছে।

তিনি আরও বলেন, শততম প্রদর্শনীতে আমাকে সম্মাননা দেওয়া হবে জানতে পেরে খুবই ভালো লাগছে। পাশাপাশি দীর্ঘপথ পাড়ি দিয়ে দর্শক ভালোবেসে ক্ল্যাসিক এ নাটকটিকে যে এতদূর নিয়ে এসেছেন, সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৪ ডিসেম্বর ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। যা ৩১ মে পূর্ণ করবে শততম মঞ্চায়ন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়