ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কেমন ছিলেন সালমান শাহ?

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ , ১২:৫৩ পিএম


loading/img

মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ ছবিতে অভিনয় করেছিলেন নন্দিত চিত্রনায়ক সালমান শাহ। প্রায় দুই দশক আগের সেই ছবির শুটিংয়ের একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ‘মাস্টার মেকার’-খ্যাত এই নির্মাতা।

বিজ্ঞাপন

সেই স্মৃতির বর্ণনা দিতে গিয়ে মালেক আফসারী বলেন, ২১ বছর আগে ‘এই ঘর এই সংসার’ ছবির শুটিং। আমি  ভর দুপুরে ক্যামেরা সেট করছিলাম।

এমন সময়  হিরো (সালমান শাহ) একটা ছাতা এনে ছায়া দেয় আমার মাথার ওপর। এত বড় স্টার হয়েও সালমান শাহ ছিল নিরহংকার। টেকনিশিয়ানদের কাছে নিজেকে ছাত্র মনে করত। গ্রেট হিরো।

বিজ্ঞাপন

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহ’র। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এ নায়ক। সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে? এই রহস্যের জট এখনো উন্মোচন হয়নি।

এদিকে মালেক আফসারী পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর জ্বালা’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

জায়েদ খান-পরীমণি অভিনীত ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর। ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন মালেক আফসারী।

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |