• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে শাকিরার চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ মে ২০২৪, ১২:২৮
অনন্ত-রাধিকা
অনন্ত-রাধিকা

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন। চলতি বছরের মার্চে দেশটির জামনগরে তার ছোট ছেলে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার।

অনন্ত-রাধিকা

আগামী জুলাই মাসে বিয়ের তারিখ অনন্ত-রাধিকার। তার আগে অনুষ্ঠিত হবে এই জুটির দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। আগামী ২৮ মে থেকে ৩০ মে, এই তিন দিন ধরে দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল জাহাজে দ্বিতীয়বার প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে। যেকোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।

শোনা যাচ্ছে, এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং পার্টিতে মঞ্চ মাতাতে পারেন শাকিরা। এ ছাড়াও আরও চমক রয়েছে এই অনুষ্ঠানে। তবে শুধু শাকিরাই নয়, স্টেজ কাঁপাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমানও।

অনন্ত-রাধিকা

এ প্রসঙ্গে আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্মের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন শাকিরা।

জানা গেছে, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি।

এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।

অনন্ত-রাধিকা

প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেশনে সপরিবারে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটিসহ বড় বড় সব তারকারা হাজির থাকবেন এই অনুষ্ঠানে।

ইতিমধ্যে রণবীর-আলিয়া, রণবীর সিং, সালমান খান, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি ও স্ত্রী সাক্ষী ধোনি রওনা হয়েছেন এই অনুষ্ঠানের জন্য। গত ২৭ মে ইতালি যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দেখা গেছে তাদের। লন্ডনে গিয়ে এরই মধ্যে আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বাইতে বসবে বিয়ের আসর।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, অতঃপর...
সালমানের বন্ধু বাবা সিদ্দিকের খুন হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
বাবা হওয়ার অনুভূতি পেতে চান সালমান
ফের সালমানের বিয়ের জল্পনা, নেপথ্যে যে ছবি