• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার রাজীব মণি দাস

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ মে ২০২৪, ১৯:৪২
ছবি : সংগৃহীত

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারে ভূষিত হলেন রাজীব মণি দাস। রোববার (২৬ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি রাজীব মণি দাসের হাতে এই পুরস্কার তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় রাজীব মণি দাস বলেন, সম্মাননা একজন মানুষের কাজের মূল্যায়নের সম্মানসূচক স্মারক। যা তাকে পরবর্তীতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে এবং কাজের প্রতি দ্বায়বদ্ধতা বৃদ্ধি করে। আমি চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা পূরণে অবদান রাখতে।

এ সময় আজীবন সম্মাননা লাভ করেন নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব দিলারা জামান এবং সঙ্গীত ব্যক্তিত্ব ফেরদৌস ওয়াহিদ। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, শবনম পারভীন, অমিত হাসান, নিরব হোসেন, এলিনা শাম্মী, শিরিন শিলা ও সঙ্গীত শিল্পী বালাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, এজেএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার, এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৪: বর্ষসেরার লড়াইয়ে কারা
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
ব্র্যাকের মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আরটিভির সুমন তানভীর
‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের মাহবুবুল আলম