• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

‘কেউ আমাকে ফোন করবেন না’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ মে ২০২৪, ২০:০২
ছবি : সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই শেয়ার করেন নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা। মঙ্গলবার (২৮ মে) নিজের ফেসবুকে দিলেন তেমনই এক স্ট্যাটাস। সেখানে প্রকাশ পেয়েছে এই অভিনেত্রীর বিরক্তির কথা।

ফারিয়া শাহরিন নিজের স্ট্যাটাসে লিখেছেন, যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না। অভদ্রের মতো ম্যাসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করছি। আমার মতো নাদান সেলিব্রেটিকে কারো দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আসেন আলোচনায়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা
মধ্যরাতে ‘স্ক্রিনশট’ ফাঁস করে যা বললেন ফারিয়া শাহরিন
নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া শাহরিন
বিয়ে নিয়ে যা বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা