• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

প্রথমবার ওয়েব ফিল্মে রিচি সোলায়মান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ মে ২০২৪, ১২:২৩
ছবি : সংগৃহীত

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম ‘গিরগিটি’। এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। সাত্যকি তরফদারের রচনায় এটি পরিচালনা করেছেন কলকাতার বিজয়া জানা।

ওয়েব ফিল্মে যুক্ত হওয়া প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, আরটিভির আশিক ভাইয়ের পরিকল্পনাতেই গিরগিটিতে যুক্ত হওয়া। অনেকের মতো তিনিও জানতেন না কয়েক বছর ধরে আমি ঢাকাতেই থাকি। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে আশিক ভাই আমাকে গল্প শোনান। গল্প ভালো লাগার কারণেই কাজটির সঙ্গে যুক্ত হওয়া।

তিনি আরও বলেন, ভীষণ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আমার বিশ্বাস, এটি দর্শকের মন ভরিয়ে দেবে।

‘গিরগিটি’ ওয়েব ফিল্মে রিচিকে দেখা যাবে পুলিশ কর্মকর্তা শোভনার চরিত্রে। যিনি মূলত একটি খুনের রহস্যের উদঘাটন করেন। তিনি ছাড়াও এখানে চান্দ্রায়ী ঘোষ, নীলসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ওয়েব ফিল্মটি শিগগিরই আরটিভি প্লাসে প্রচারিত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পরিচয়ে রিচি সোলায়মান
‘ভালো গল্প হলে কাজে ফিরব’