• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে অতিথিদের জন্য এলাহি কাণ্ড

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ জুন ২০২৪, ১২:১৯
অনন্ত ও রাধিকা
অনন্ত ও রাধিকা

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন। চলতি বছরের মার্চে দেশটির জামনগরে তার ছোট ছেলে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার।

চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। তার আগেই আরেকদফা অনুষ্ঠিত হয়ে গেল তাদের বিয়ের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। গত ২৯ মে থেকে ইতালি ও ফ্রান্সে বসে এই প্রি-ওয়েডিংয়ের আসর। অনুষ্ঠানটি চলে গত ১ জুন পর্যন্ত। এবারের অনুষ্ঠান একটি ক্রুজে হয়। সেখানে বিভিন্ন ভিআইপি গেস্ট থেকে শুরু করে বলিউড ও স্পোর্টস তারকারাও ছিলেন।

ভারতীয় একটি গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে অতিথিদের জন্য এলাহি আয়োজন। আম্বানিদের তরফে অনুষ্ঠানে অতিথিদের আগমনের জন্য বুক করা হয়েছিল ২০টি চার্টার্ড বিমান। আর এই লিস্টের অতিথিরা গত ২৮মেতেই বার্সেলোনায় পৌঁছান। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত তারকারা যাতে গন্তব্যে পৌঁছাতে পারেন তাই এই বিমানের ব্যবস্থা করা হয়েছিল।

এ ছাড়া পরিবারের সবাই, বিজনেস পার্টনার, বন্ধু, স্টাফ এবং নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়ার জন্য ১২টি প্রাইভেট জেটের ব্যবস্থা করেছেন তারা। এ ছাড়াও অন্যান্য অতিথিদের জন্য মোট ১৫০ টি আলিশান গাড়ির ব্যবস্থা করা হয়েছিল।

শুধু তাই নয়, অনন্ত রাধিকার এই প্রাক-বিবাহ অনুষ্ঠানে রাখা হয় দুর্দান্ত সব মেনু। ভারতীয় বিভিন্ন পদের সঙ্গে আন্তর্জাতিক মানের বিভিন্ন পদও ছিল। দারুণ আলো এবং গান-বাজনার ব্যবস্থাও তো ছিলই।

প্রসঙ্গত, ছোটবেলার বন্ধুত্ব থেকেই প্রেম শুরু হয় অনন্ত-রাধিকার। গেল বছর জমকালো আয়োজনেই তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর এই বছরের শুরুতে তাদের গুজরাটের জামনগরে প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠিত হয়। এরপর বিদেশে অনুষ্ঠিত হলো এই দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিৎকার শুনে কন্যা শিশুকে বাঁচালেন রণবীর
মুকেশ আম্বানিকে সরিয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি
অনন্ত আম্বানির বিয়েতে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার যুবক
বিয়েতে শাহরুখসহ ২৫ জনকে ২ কোটির ঘড়ি উপহার দিলেন অনন্ত!