• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

এক শট ১০ বার দিলেও জিতের ক্লান্তি আসে না: রুক্মিণী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ জুন ২০২৪, ১৪:৪৯
জিৎ ও রুক্মিণী
জিৎ ও রুক্মিণী

টালিউডের জনপ্রিয় দুই তারকা জিৎ ও রুক্মিণী। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা ‘বুমেরাং’। আর সপ্তাহ খানেক পরেই রুপালি পর্দা মাতাবেন তারা। তার আগেই জিতের প্রশংসায় পঞ্চমুখ রুক্মিণী।

‘বুমেরাং’ জিৎ-রুক্মিণী অভিনীত প্রথম সিনেমা। মুক্তির আগে নায়িকা বলেন, মানুষ হিসেবে জিৎ অনেক বড় মনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এভাবেই জিতের প্রশংসা করেন তিনি।

রুক্মিণী বলেন, এক শট ১০ বার দিলেও জিতের ক্লান্তি আসে না। একবার তো একটা সিন নির্মাতা ওকে বলার পরও জোর করে শট দিতে চান জিৎ। আর সেই শটের আগে চুপিচুপি আমার ভুল ধরিয়ে দিয়ে শুধরে নিতে বলেন। ওর মতো বড়মাপের মানুষ হয় না।

তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। কারণ, একই দিনে একটি জুটির ৫০তম সিনেমা মুক্তি পাবে। অন্যদিকে আরেকটি প্রথম জুটির সিনেমা। তাই একেবারেই নার্ভাস নন রুক্মিণী।

দেব ও জিতের সঙ্গে অভিনয়ের বিষয়ে রুক্মিণী বলেন, সবসময় অভিনেতাদের শিবির হবে কেন? এটা ঠিক নয়; আমারও শিবির আছে। আর সেখানে দেব, জিৎ দুজনেই আছেন। তবে বড় বড় তারকার ভক্তদের মধ্যে যুদ্ধ তো চলবেই। এটি স্বাভাবিক ও সুস্থ। কিন্তু তা-ও কোথাও যেন আমি তাদের মিলিয়ে দিলাম।

অভিনেত্রী বলেন, যেদিন ‘বুমেরাং’ সিনেমার মহরত হয়, সেদিনই ব্যোমকেশের ট্রেলার লঞ্চ ছিল। এই দিনটা তার কাছে খুবই স্পেশ্যাল বলে দাবি করেন তিনি। একই দিনে দুই সুপারস্টারের সঙ্গে কাজ নিয়ে যুক্ত থাকার ঘটনা আমার সারাজীবন মনে থাকবে।

সূত্র: আজকাল

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুক্মিণীকে নিয়ে মুখ খুললেন দেব
দেবকে ‘আনফলো’ করলেন রুক্মিণী, তবে কি সম্পর্কে চিড়
সৃজিত আমার কাছে কোনো নির্মাতা নয়, ও একটা অভিজ্ঞতা: রুক্মিণী
ঈশ্বরকে ধন্যবাদ, কোনো রাক্ষসদের সম্মুখীন হইনি: রুক্মিণী