• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সাবেক প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, গ্রেপ্তার অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ জুন ২০২৪, ১০:০৩
নিক পাসকোয়াল ও অ্যালি শেহর্ন
নিক পাসকোয়াল ও অ্যালি শেহর্ন

হলিউডের জনপ্রিয় অভিনেতা নিক পাসকোয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক প্রেমিকা ও হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিক পাসকোয়ালকে।

যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতে— নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক প্রেমিকার বাড়িতে প্রবেশ করেছেন এবং প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছেন নিক পাসকোয়াল।

অভিযোগ উঠেছে, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান এবং পরে টেক্সাসের সিয়েরা ব্লাঙ্কায় একটি চেকপয়েন্টে গ্রেপ্তার হন এই অভিনেতা।

জানা গেছে, বর্তমানে সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অ্যালি শেহর্ন। তার চিকিৎসা সহায়তায় একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ‘রেবেল মুন-১’ ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’, টেলিভিশন সিরিজে দেখা গেছে নিক পাসকোয়ালকে। এ ছাড়া কমেডি পডকাস্ট ‘ন্যাশন্যাল ডে রিফ’ও ‘এ ডেমন’-এর ‘ডেসটিনি: দ্য লোন ওয়ারিয়র’।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়