• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নতুন পোস্টারে ঝড় তুলল ‘পুষ্পা টু’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ জুন ২০২৪, ১৫:৪৭

দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’র মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকেরা।

ইতোমধ্যেই সিনেমাটির নায়ক ও নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। মুক্তি পেয়েছে দুটি গানও। এবার নতুন পোস্টারে নেটদুনিয়ায় ঝড় তুলল ‘পুষ্পা টু’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পুষ্পা টু’র নতুন একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘পুষ্পা রাজ শাসনের মাত্র ৭৫ দিন বাকি।’

নতুন ওই পোস্টারে লুঙ্গি পরিহিত অবস্থায় কাঁধে রাইফেল নিয়ে থাকতে দেখা গেছে পুষ্পাকে। সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে আল্লু অর্জুন এবং তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

এর আগে ছয়টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমার দ্বিতীয় গান। যেমন সুসেকি (তেলুগু), আঙ্গারন (হিন্দি), সুদানা (তামিল), নোডোকা (কন্নড়), কান্দালো (মালয়ালম) এবং আগুন (বাংলায়)। গানটি শ্রেয়া ঘোষাল ছয় ভাষায় গেয়েছেন।

সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, এর বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি।

প্রসঙ্গত, আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা টু’। সিনেমাটি প্রযোজিত করেছে মুভি মেকার্স। আল্লু অর্জুন ও রাশমিকা ছাড়া সুকুমার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন— ফাহাদ ফসিল, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশসহ একাধিক তারকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ, পাথর নিক্ষেপ!
মহাবিপদে আল্লু অর্জুন
‘পুষ্পা টু’র প্রিমিয়ারে আহত শিশুটি ভেন্টিলেটর সাপোর্টে
ফের কারাগারে যেতে হতে পারে আল্লু অর্জুনকে!