• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসিফ আকবরের ভাবনা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ জুন ২০২৪, ১৬:৪৫
ছবি : সংগৃহীত

গতকাল পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরে মোট ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। চার-ছক্কার এই লড়াইকে কেন্দ্র করে সাধারণ মানুষের মতো কৌতূহলী তারকারাও। আগামী ৮ জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এর আগে শান্ত-লিটনদের নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

তিনি বলেন, ক্রিকেট নিয়ে বাঙালির উম্মাদনা বরাবরই ছিল, থাকবে। প্রত্যাশাও অনেক। তবে বাস্তবতা মানতে হবে। আমরা সারা বছর টি-টোয়েন্টি কতটুকু প্র্যাকটিস করি? এক বিপিএল আর দু-একটা আন্তর্জাতিক ম্যাচ ছাড়া বাংলাদেশ কিন্তু টি-টোয়েন্টি খেলে না। তাই ফলাফল যা হবে আমাদের মেনে নিতে হবে।

গণমাধ্যমকে এই সংগীতশিল্পী আরও বলেন, বাংলাদেশ বরং ওয়ানডে দুর্দান্ত খেলে। টেস্ট আর টি-টোয়েন্টিতে যা-তা অবস্থা। তবু চাইব বাংলাদেশ জিতুক, হারলেও যেন সেটা হয় সম্মানজনক।

প্রসঙ্গত, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও তাওহীদ হৃদয়। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বেতার-বিটিভির প্রস্তাব ফেরালেন আসিফ আকবর
আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ: আসিফ
সুশীলরাই গত ষোলো বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছেন: আসিফ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের