• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ জুন ২০২৪, ১৭:৪২
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। এবার ‘নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন তিনি।

৮ জুন (শনিবার) কলকাতার স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আবুল হায়াত বলেন, চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে। সেখানে আমার দেশের নায়করাজের নামে আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি। এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয়। এ ছাড়া খেয়াল করলাম, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দেশের নাটক-সিনেমার ব্যাপারে বেশ উৎসাহী। বিষয়টি আমার ভালো লেগেছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আবুল হায়াতকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় তাকে সম্মাননা স্মারক, ফুলের তোড়া, সনদ এবং নগদ অর্থ প্রদান করা হয়। তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

প্রসঙ্গত, আবুল হায়াত ছাড়াও এদিন সংবর্ধনা দেওয়া হয় কলকাতার নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তকে। মনোজ মিত্রের হাতে তুলে দেওয়া হয় হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড এবং প্রভাত রায়কে দেওয়া হয় দেবকী বোস লাইফটাইম অ্যাওয়ার্ড। এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্ত পেয়েছেন বিএন সরকার লাইফটাইম অ্যাওয়ার্ড।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান
পর্দায় ফিরছেন আবুল হায়াত
মঞ্চে সস্ত্রীক কাঁদলেন আবুল হায়াত
জন্মদিনের পরিকল্পনা জানালেন আবুল হায়াত