অঘটন ঘটালেন রামচরণ, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১২ জুন ২০২৪ , ০৭:৪০ পিএম


অঘটন ঘটালেন রামচরণ, ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ। উপহার দিয়েছেন মাগাধীরা ও আরআরআর এর মতো দর্শকপ্রিয় সিনেমা। কিন্তু এবার এই নায়কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। তারা বলছেন, ‘জেন্ট্যালম্যান হিরো’ হয়ে কীভাবে তিনি এই কাজ করলেন? তার কি এমনটা করা উচিত হয়েছে?

বিজ্ঞাপন

ব্যাপারটা একটু খোলাসা করা যাক। বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হন রামচরণ। এ সময় তাকে দেখে এক ভক্ত সেলফি তুলতে এগিয়ে যান। আর তখনই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন অভিনেতা। 

বিজ্ঞাপন

ব্যস, এরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তবে এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেননি রামচরণ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৪ সালে এস শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেছেন রামচরণ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

বিজ্ঞাপন

 

#RamCharan arrives at swearing-in ceremony.#NaraChandrababuNaidu #PawanKalyan pic.twitter.com/r5Tlp9cA93

— Gulte (@GulteOfficial) June 12, 2024

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission