টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের ম্যাচ নিয়ে আশাবাদী: খায়রুল বাসার
গত ২ জুন পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরে মোট ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। চার-ছক্কার এই লড়াইকে কেন্দ্র করে সাধারণ মানুষের মতো কৌতূহলী তারকারাও। বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। এর আগে শান্ত-লিটনদের নিয়ে কথা বলেছেন হালের তরুণ অভিনেতা খায়রুল বাসার।
তিনি বলেন, বাংলাদেশের খেলা আমার সব সময় ভালো লাগে। আগামীকালকের ম্যাচে নিয়েও আমি আশাবাদী।
খায়রুল বাসার বলেন, বাংলাদেশের সবার খেলাই আমার কাছে ভালো লাগে। তবে আলাদা করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের কথা বলতে হবে।
তিনি আরও বলেন, যত কাজ থাকুক বাংলাদেশের খেলা থাকলে আমি সময় বের করে বসে যাই।
প্রসঙ্গত, ঈদুল আজহার নাটকের শুটিং করতে গেল এপ্রিলে অস্ট্রেলিয়া গিয়েছিলেন খায়রুল বাসার। দেশে ফিরেছেন গতমাসেই। এরপর ফের ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের কাজ নিয়ে।
মন্তব্য করুন