• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ঈদে দীপু হাজরার ‘মিস্টার যুক্তিবাদী’

আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ১২:০২
ছবি : আরটিভি

বাজার থেকে আবারও পঁচামাছ আর নেতিয়ে পড়া, পোকা খাওয়া শাক-সবজি কিনে আনলে স্বামীর সঙ্গে রীতিমত চেঁচামেচি শুরু করে তমা। কারণ বিয়ের পর থেকে সে দেখে আসছে রায়হান বাজারে গেলে শুধু সস্তা জিনিস খোঁজে। তাইতো কোথায় কমদামে পঁচামাছ, পোকা খাওয়া সবজি পাওয়া যায় বেছে বেছে সেগুলোই সে কিনে আনে। কোন পাপে যে তার কপালেই এমন কিপ্টে স্বামী জুটেছে আল্লাহই জানে।

কিন্তু রায়হান নিজেকে কিপ্টে মানতে নারাজ, সে হলো যুক্তিবাদী। তার মতে এই ভেজালের যুগে একটু মাথা না খাটালে, যুক্তি মেনে না চললে ঠকতেই হবে। তাইতো বেশি টাকা দিয়ে ফরমালিন দেওয়া মাছ মাংস, শাক সবজি কেনার কোনো প্রশ্নই ওঠে না। বরং বাজার ঘুরে ঘুরে ফরমালিন মুক্ত সদাই করে সবসময়। হোক না মাছ একটু নরম, সবজিতে একটু পোকা কিন্তু ভেজাল খাবারতো খেতে হলো না। স্বামীর এমন উদ্ভট যুক্তি শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না তমা।

এমন গল্পেই নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘মিস্টার যুক্তিবাদী’। হারুন রুশোর রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

নাটকটি নিয়ে নির্মাতা দীপু হাজরা বলেন, বর্তমানে জামিল-মুনমুন জুটিটি আলোচিত। তাদেরকে নিয়েই নোয়াখালী ভাষায় ‘মিস্টার যুক্তিবাদী’ নাটকটি নির্মাণ করেছি। আশাকরি, দর্শকদের ভালো লাগবে।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও মুনমুন আহমেদ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে মিলন ভট্টাচার্য্য, নীলা ইস্রাফিল, সুজিত বিশ্বাস, রিমু রোজা খন্দকার, অধরা নীহারিকা, প্রিয়াংকা প্রিয়া প্রমুখ অভিনয় করেছেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আরটিভির ঈদের নাটক ‘তুই জীবন’
ইউটিউবে বাংলা নাটকের ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘যে পাখি ঘর বোঝে না’
প্রবাসীর বৌয়ের প্রতারণা নিয়ে নাটক, কাঁদছে দর্শক
আরটিভিতে জামিল-মুনমুনের ‘নোয়াখালীর মতিন’