• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

ফারাবীর ‘কারণ’

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৮:০০
সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে থাকা অবস্থায় গানের সঙ্গে পথচলা। কিন্তু উচ্চতর ডিগ্রির জন্য ইউরোপের দেশ চেক রিপাবলিকে চলে আসার পর গানের নেশা যাকে ছাড়েনি তিনি হলেন বাংলাদেশের তরুণ শিল্পী মোহম্মদ ফারাবী। সম্প্রতি ‘কারণ’ শিরোনামের গানটি আমাজন মিউজিকে প্রকাশিত হয়েছে। গানটির সুরকার ও গীতিকার শিল্পী নিজেই।

গানটির বিষয়ে শিল্পী ফারাবী আরটিভিকে জানান, ইউরোপে যাওয়ার সময়কাল কেবল আট মাস। এই আট মাস সময়ে এখনো নিজেকে গুছিয়ে উঠতে পারিনি ঠিকঠাক, কিন্তু এই আট মাসের মধ্যেই খুব গোছানোভাবে নিজের একটা গান রিলিজ দেওয়ার চেষ্টা করেছি। বেশ কিছু মানুষের চেষ্টা, পরিকল্পনা এবং পরিশ্রম এর কারণেই হয়তো সম্ভব হয়েছে!

তিনি আরও বলেন, এই প্রজেক্টের একদম শুরু থেকে সবাই এতো অসাধারণভাবে সঙ্গে ছিল যে কাজটা হতে বাধ্য হয়েছে। এভাবেই সব মানুষগুলো থেকে যাক জীবনে, জীবন সুন্দর হোক। গান গাওয়া চলতে থাকুক। গান শোনা চলতে থাকুক। বাংলা গানের চর্চা হতে থাকুক। তবে গানটা ভালো লাগলে নিজে শুনুন এবং নিজের পরিচিতদের শুনান ও আমাদের সাথে থাকুন।

গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা ইতমাম এবং গানটির মিউজিক ভিডিওটির ক্যামেরার পেছনে ছিলেন অনিরুদ্ধ, কম্পোজার তৈসিফর রহমান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আলোচনায় সৃজিত-ঋতাভরী
শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়ার কারণ জানাল আবহাওয়া অফিস
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, কারণ নিয়ে যা ভাবছেন তদন্তকারীরা
যে কারণে বিআরটিএ বন্ধের চিন্তা করবে সরকার