বাবা দিবসে তারকাদের আবেগঘন বার্তা
আজ বাবা দিবস। দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করছেন সবাই। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ফেসবুকে তারা লিখছেন মনের কথা। এ রকম বেশ কয়েকজন তারকার ফেসবুক পোস্ট নিয়ে আমাদের এই আয়োজন।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বাবার হাত ধরে থাকতে পারাটাই সবচেয়ে বড় প্রশান্তির। কতদিন হয়ে গেলো বাবাকে ছুঁতেও পারি না, দেখতেও পারি না। বাবা নেই, মনে হলেই দম বন্ধ হয়ে আসে। সকল বাবা ভালো থাকুন।
অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে বাবা।
অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন,পৃথিবীর সকল বাবাদের প্রতি রইলো শ্রদ্ধা।
অভিনেত্রী শারমিন জোহা শশী লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে আব্বু। মাঝে মাঝে বিভৎস মিস করি তোমাকে। আমার প্রচণ্ড মন খারাপের দিনগুলিতে, হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদলেও আম্মুকে এখন আর কেউ জিজ্ঞেস করে না কি হইছে ওর? ভাত খেতে যাওয়ার জন্য আর কেউ জোরাজুরি করে না। আর একটু থাকলে পারতা না? তুমি কই আব্বু?
অভিনেতা জামশেদ শামীম লিখেছেন, আমার আব্বু ছিলেন আমার সুপারম্যান। বাবা দিবসের শুভেচ্ছা।
সঙ্গীতশিল্পী শফিক তুহিন লিখেছেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা। পৃথিবীর সব বাবারা ভালো থাকুক।
সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে।
অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, মা-বাবার কোন দিবস লাগে না। প্রতিদিনই হোক বাবা দিবস, মা দিবস। আমার সব সফলতা যেন আমার মা-বাবা দেখে যেতে পারে।
মন্তব্য করুন