• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

‘ছোটবেলায় প্রতি ঈদে আব্বু আমাকে সারপ্রাইজ দিতেন’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জুন ২০২৪, ১৭:৫২
ছবি : সংগৃহীত

বাবা নেই, দুই বছর হলো। ঈদও তাই আর আগের মতো ভালো কাটে না তানজিন তিশার। তবুও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এবার ঢাকাতেই ঈদ করবেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আব্বু নেই দুই বছর। উনাকে ছাড়া ঈদ কেন সব আনন্দই আমার কাছে অসম্পূর্ণ লাগে। ছোটবেলায় প্রতি ঈদে আব্বু আমাকে সারপ্রাইজ দিতেন। এটা সেটা বিভিন্ন কিছু গিফট করতেন, কিনে দিতেন। ওই মুহূর্তটাই এখন বারবার মনে পড়ে। খুব মিস করি আব্বুকে।

তানজিন তিশা আরও বলেন, প্রতি ঈদে গ্রামের বাড়ি শরীয়তপুরে যাওয়া হলেও এবার হচ্ছে না। ঢাকাতেই ঈদ করা হবে পরিবারের সঙ্গে। পরিবারকে সময় দেব। কিছুদিন ছুটি কাটিয়ে তারপর কাজে ফিরব।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের একটি ওটিটি প্লাটফর্মে উন্মুক্ত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘পয়জন’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তিনি ছাড়াও টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ এতে অভিনয় করেছেন। এছাড়া ঈদের বেশ কয়েকটি নাটকেও এই অভিনেত্রীকে দেখা যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
ভারতের নির্দেশেই সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: মাসুদ সাঈদী
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
নতুন নোটে জুলাই বিপ্লবের গ্রাফিতির অনুমোদন, বাজারে আসবে যখন