• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

চোখে টিউমার, ভক্তদের যা বললেন তাসরিফ 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জুন ২০২৪, ২০:৩১
ছবি : সংগৃহীত

‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান ভালো নেই। চোখের ভেতরের দিকে টিউমার হয়েছে তার। আর এ খবর শোনার পর থেকেই দুশ্চিন্তা বাসা বেঁধেছে তাসরিফ ভক্তদের মনে। এবার তাদের জন্য সুখবর দিলেন এই গায়ক।

শনিবার (১৫ জুন) ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন তাসরিফ খান। পরে তার কমেন্টে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘শুনুন, চোখের ভেতরের টিউমার খুব বড় কোন রোগ না। ঔষধ খাচ্ছি। ফুলে যাওয়াটা কমে গেলে হয়তো অপারেশন করলে সুস্থ হয়ে যাবো। আপনারা অযথা দুশ্চিন্তা যেন না করেন তাই এই ছবিটা আপলোড দিয়েছি। দোয়া করবেন আমার জন্য তাহলেই হবে। ভালোবাসা জানাবেন।’

এর আগে শুক্রবার (১৪ জুন) এক ফেসবুক পোস্টে এ শিল্পী লেখেন, ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’

গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে তখন উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। একইসঙ্গে কামনা করেন আশু সুস্থতাও। যার প্রেক্ষিতেই ফেসবুকে ছবি আপলোড করে ভক্তদের অযথা দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন তিনি।

গতবছরের শুরুতেও একবার অসুস্থ হয়েছিলেন তাসরিফ। জানিয়েছিলেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। তখন কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন এই গায়ক। পরে ব্যস্ত হয়ে পড়েন গান আর মঞ্চ নিয়ে।

বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও দেখা গেছে তাসরিফ খানকে। বিশেষ করে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।

প্রসঙ্গত, তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত...’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি...’, ‘ময়না রে...’, ‘তাই তো আইলাম সাগরে...’, ‘ব্যাচেলর...’ গানগুলো দিয়ে আসেন আলোচনায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীতশিল্পী রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ
এবার মিরপুরে মাঝরাতে তাসরিফের সামনে ফিল্মি স্টাইলে ছিনতাই
সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু