‘পুষ্পা ২’ মুক্তির নতুন তারিখ ঘোষণা
২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী চিত্রনায়ক আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি। মুক্তির পরেই এটি রচনা করে নতুন এক ইতিহাস। তখন শুধু ভারত নয় গোটা বিশ্বই ভোগে পুষ্পাজ্বরে। এরপর থেকে কেবলই অপেক্ষা, কবে আসবে সিনেমার দ্বিতীয় কিস্তি।
কথা ছিল ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্টে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না, এমনটাই জানিয়েছে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’ ও আল্লু অর্জুন নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছেন, আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।
পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ‘পুষ্পা ২’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। সেখানে প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকারা। আর সে কারণেই এই সিনেমার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
মন্তব্য করুন