ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

জায়েদ খানকে সালামি দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ , ০৪:২৩ পিএম


loading/img

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারই ধারাবাহিকতায় ফেসবুকে এবার নতুন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। 

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, জায়েদ খান ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ ও ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা ঈদ সালামি দেন। পরে ডিপজল ও সদ্য প্রয়াত তার বড় ভাইকে নিয়ে কথা বলেন শিল্পী সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক।

ভিডিওটি নিয়ে সামাজিকমাধ্যমে তার ভক্তরা নানান প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |