• ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
logo

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ জুন ২০২৪, ১৭:২৭
ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক বিরল রোগে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৭ জুন) রাতে নিজেই জানিয়েছেন এ খবর। সেই সঙ্গে রোগ থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এক ইনস্টাগ্রামের পোস্টে অলকা লিখেছেন, আমার সকল ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ভালোবাসা রইল। কয়েক সপ্তাহ আগে আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না।

তিনি আরও লিখেছেন, এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি কমছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।

কিংবদন্তি এই শিল্পী বলেন, চিকিৎসার পাশাপাশি মনের জোর ফেরাতেও কিছুটা সময় লেগেছে। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে আবার আপনাদের মুখোমুখি।

অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা।

ইলা অরুণ লিখেছেন, এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা, আমি তোমার ছবি দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে এখনকার সেরা চিকিৎসকদের ওপর ভরসা রাখো। তুমি ভালো হয়ে উঠবে এবং শিগগিরই আমরা তোমার মিষ্টি কণ্ঠ শুনতে পাব। ভালোবাসা। সবসময় নিজের যত্ন নিও।

সোনু নিগম লিখেছেন, আমার মনেই হয়েছিল, সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।

প্রসঙ্গত, এখন পর্যন্ত প্রায় ২১ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। তার জনপ্রিয় গানের মধ্যে ‘এক দো তিন’, ‘অ্যায় মেরে হাম সফর’, ‘বাজিগর’, ‘চুরাকে দিল মেরা‘, ‘দিলবার দিলবার’, ‘লাল দোপাট্টা’, ‘দিল লাগা লিয়া’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহনা’ অন্যতম।

মন্তব্য করুন

  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁদলেন ফখরুল, চাইলেন দোয়া
খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক, দোয়া চাইলেন ফখরুল
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল
রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া