• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দর্শকের ভালোবাসার কারণেই বয়স বাড়ছে না: মোনালিসা

আরটিভি নিউজ

  ২১ জুন ২০২৪, ১৪:৪৫
ছবি : আরটিভি

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। সম্প্রতি আরটিভির ‘ঈদ কার্ণিভাল’ অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। কথা বলেছেন ঈদ, কাজসহ নানা বিষয় নিয়ে।

অনুষ্ঠানে মোনালিসা বলেন, সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোন চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না।

তিনি আরও বলেন, দর্শকরা চায় না আমার বয়স হয়ে যাক, বুড়া হয়ে যাই, তারা এতো ভালোবাসে আমাকে; মনে হয় এ কারণেই আমার বয়স বাড়ছে না।

বিয়ে প্রসঙ্গে এই মডেল-অভিনেত্রী বলেন, এই পুরো দায়িত্বটা আমি আমার দর্শকদের ওপর ছেড়ে দিতে চাই। তারাই সব কিছু নির্ধারণ করুক, এটাই ভালো হবে।

ইমতু রাতিশের উপস্থাপনা ও দীপু হাজরার প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের পঞ্চম দিন (২১ জুন) সন্ধ্যা ৬টায় আরটিভিতে প্রচারিত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’
আরটিভিতে আজ (২৩ ডিসেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২২ ডিসেম্বর) যা দেখবেন
আরটিভিতে সংবাদ প্রকাশ, নবজাতক ও তার মায়ের খোঁজ নিলেন ওসি