• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

প্রবাসীর বৌয়ের প্রতারণা নিয়ে নাটক, কাঁদছে দর্শক

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৬:৫৫
ছবি : আরটিভি

বাস্তব গল্পগুলো যখন পর্দায় জীবন্ত হয়ে ফুটে ওঠে, তখন মানুষ আবেগতাড়িত হয়। চোখের জল ফেলে। সম্প্রতি এমনই একটি গল্প ফুটে উঠেছে ‘যে পাখি ঘর বোঝেনা’ নাটকে। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই এটি দেখে আপ্লুত দর্শকরা।

রাসেল শেখ নামে এক দর্শক ইউটিউবের মন্তব্যের ঘরে লিখেছেন, আমি সৌদি আরব থেকে বলছি। জানি নাটকটি অনেক প্রবাসীর জীবনের সঙ্গে মিলে যাবে। ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।

সাইফ হাসান নামে আরেকজন লিখেছেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য গৌরব। এই নাটক ও অভিনয়ের জন্য মুশফিক আর ফারহান ভাইকে স্যালুট।

সালমান মৃধা লিখেছেন, হাজারো প্রবাসীর কষ্ট, এরকম।

সফিকুল লিখেছেন, প্রবাসীদের কষ্ট একমাত্র সৃষ্টিকর্তা আর মা-বাবা ছাড়া কেউ বোঝে না। এ নাটকে মুশফিক ফারহান ভাইয়া বাস্তব কাহিনী তুলে ধরেছে, ধন্যবাদ।

জুনায়েদ খান নামে আরেক দর্শক লিখেছেন, প্রিয় ফারহান ভাই সেরার সেরা নাটক উপহার দিয়েছেন প্রবাসী ভাইদেরকে। এটা অনেক প্রাবাসী ভাইদের বাস্তব জীবনের সঙ্গে মিলে গেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। লাভ ইউ।

‘যে পাখি ঘর বোঝেনা’ নাটকটিতে ফারহান-বৃষ্টি ছাড়াও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অর্ণব অন্তু, নব কুমার দত্ত, রায়হান মল্লিক প্রমুখ অভিনয় করেছেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (৫ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৪ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৩ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২ নভেম্বর) যা দেখবেন