জায়েদের প্রশংসায় টয়া, চান স্ক্রিন শেয়ার করতে
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজিত বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪ এ শনিবার (২২ জুন) অংশ নিয়েছেন আলোচিত এই নায়ক।
এদিকে ছোটপর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয়ের চেয়ে মডেলিং করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ‘লোকাল বাস’ গানের ভিডিওতে পারফর্ম করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এবার দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগ্রহ প্রকাশ করলেন টয়া।
জায়েদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কী না? এমন প্রশ্নের জবাবে টয়া বলেন, সবাই ওনার ফানি পার্টটাই দেখছে। কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব, যা এখনো কেউ আবিষ্কার করতে পারেননি। ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে, যদি কোনো ভালো ডিরেক্টর, কোনো ভালো গল্পে ওনার মতো করে কোনো চরিত্র বের করেন।
জায়েদ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে টয়া বলেন, ওনার অভিজ্ঞতা আছে, অনেক সিনেমায় কাজ করেছেন। কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে বা গল্প ভালো হলে, ভালো কোনো চরিত্র পেলে তার সাথে কেন কাজ করব না?
অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন টয়া। খুব দ্রুতই কাজে নিয়মিত হবেন বলেও জানান এই অভিনেত্রী।
এদিকে ঈদের একদিন আগে মুম্বাই মাতিয়ে দেশে ফিরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। আগামী ৩রা আগস্ট কানাডা মাতাতে যাবেন জায়েদ খান।
মন্তব্য করুন