• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয়: ববি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ জুন ২০২৪, ১১:৫১
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর ‘ময়ূরাক্ষী’ সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অন্যদিকে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা মুক্তি পেয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা দুটির একটি দৃশ্য নিয়ে আলোচনায় শাকিব-ববি।

‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’তে রয়েছে বাথটাবের দৃশ্য। যেখানে একটিতে শাকিব খান এবং অন্যটিতে দেখা যায় ববিকে। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বাথটাবের সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন ববি।

অনুষ্ঠানে সঞ্চালক ববির কাছে জানতে চান বাথটাবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি? এমন প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, ‘দুজনই হট-সেক্সি এবং উপস্থাপনযোগ্য। আর কে বেশি হট সেটা তোমরা বলবে।’

সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, সাহসী চরিত্র নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে। কারণ, সিনেমা দেখার পর মানুষ নেগেটিভ কিছু বলবেই, এই বিষয়টা মাথায় থাকে। তবে আমাদের কঠিন পরিশ্রমটা কেউ বুঝবে না। যারা ভালোবাসে তারা সাপোর্ট করবে। আর কিছু মানুষ যতই ভালো করি না কেন, নেতিবাচক মন্তব্য করবেই।

অভিনেত্রী আরও বলেন, চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয়। সবকিছু আসলে চলচ্চিত্রের জন্য করা। মানুষ যখন পর্দায় দেখবে তখন যাতে সবকিছু তাদের ন্যাচারাল মনে হয় সেই চেষ্টাই থাকে।

প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পে সাজানো হয়েছে ববির ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

ববি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

অন্যদিকে, নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে শাকিবের ‘তুফান’। এই সিনেমায় তিনি ছাড়া আরও রয়েছেন, মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপাতত মামলাটা জিততে চাই: ববি
‘ময়ূরাক্ষী’ নিয়ে যে হতাশার কথা জানালেন ববি
‘ময়ূরাক্ষী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন সিমলা
‘ময়ূরাক্ষী’র নতুন চমক, আইটেম গানে রিকশা পেইন্ট