• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশের ওয়েব সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ জুন ২০২৪, ১৩:০২
শাশ্বত চট্টোপাধ্যায়
শাশ্বত চট্টোপাধ্যায়

কলকাতার অনেক তারকাই ইতোমধ্যে বাংলাদেশের সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

‘গুলমোহর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন তিনি। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন সৈয়দ আহমেদ শাওকী।

গত ২০ জুন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে ২৫ জুন থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে শাশ্বতকে।

এ প্রসঙ্গে নির্মাতা শাওকী বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে আমরা লিখিত অনুমতি নিয়েছি। সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম এবং মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে।’

জানা গেছে, চলতি বছরের মার্চে চরকির জন্য আগামী তিন বছরে ১০টি সিরিজ নির্মাণ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে ফিল্ম সিন্ডিকেট। গেল মে মাসে মুক্তি পেয়েছে এই প্রজেক্টের প্রথম সিরিজ ‘কালপুরুষ’।

প্রসঙ্গত, ‘গুলমোহর’ সিরিজটি প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বর্তমানে বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমায়ও নিয়মিত কাজ করছেন শাশ্বত। আগামী ২৭ জুন মুক্তি পাবে তার অভিনীত আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে রহস্যে ঘেরা ‘গুলমোহর’
সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার
ক্ষমা চেয়ে দুই দিনের সময় নিয়েছেন ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক রাকিব
বন্যার্তদের এক দিনের বেতন দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়