• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

রাজনীতি অনেক বড় দায়িত্ব: আফরান নিশো 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ জুন ২০২৪, ২১:০২
ছবি : সংগৃহীত

বিনোদন জগতের তারকারা একটা সময় রাজনীতিতে যুক্ত হন। থাকেন মানুষের পাশে। আর এই চিত্রটা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে প্রশ্ন করা হয়, তিনি কখনো রাজনীতি করবেন কিনা?

উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠানে নিশো বলেন, আমার খ্যাতি আছে বা সবাই আমাকে চেনে বলে রাজনীতিতে নাম লিখিয়ে ফেললাম, বিষয়টা এমন না। এটা অনেক বড় দায়িত্ব। এর জন্য প্রস্তুতি দরকার।

তিনি আরও বলেন, বাবা রাজনীতি করতেন তার অন্যরকম দায়িত্ববোধ থেকে। আমরা চাইলেও তাদের মতো হতে পারব না। তাদের যে আবেগ, যে শক্তি ছিল; তারা যুদ্ধে গিয়েছে, জয় করে এসেছে। আমাদের মধ্যে দেশপ্রেম থাকলেও এই যান্ত্রিক জীবনে তাদের মতো ত্যাগ সম্ভব না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের পর গত বছর ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর কোনো নাটক-সিনেমায় দেখা যায়নি তাকে। অনেকের প্রশ্ন ছিল, তবে কী নিজেকে গুটিয়ে নিলেন নিশো? পরে অবশ্য মিলেছে তার প্রমাণ। জানা যায়, একটি নয়, দুটি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের: খসরু
অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে: প্রিন্স
গণহত্যার দায়ে আ.লীগকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে না: আবু হানিফ
খেলোয়াড়দের রাজনীতি করা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা