• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সালমানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আমিরের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ জুন ২০২৪, ১০:১০
সালমান খান ও আমির খান
সালমান খান ও আমির খান

বলিউডে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলেন আমির খান ও সালমান খান। দুজনেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। কড়া টক্কর ভুলে একটা সময় পর শাহরুখের সঙ্গে বন্ধুত্ব পুনরায় গাঢ় হয় সালমানের।

তবে কোথাও যেন আমিরের সঙ্গে দুরত্ব থেকে যায় তার। তাই মাঝেমধ্যেই একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না এই দুই তারকা।

একবার আমির খানের পরিচালক হয়ে ওঠা প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন সালমান। তিনি অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন, ‘আবার পরিচালনা কেন?’

এমন প্রশ্নের জবাবে আমিরও জানিয়েছিলেন তার স্বপ্ন একদিন সালমানকেও পরিচালনা করবেন তিনি। অভিনেতা বলেন, তারা তো কর্মী মানুষ অপেক্ষা করেন, পরিশ্রম করেন, স্টার হলেন সালমান। নিজের মেজাজে থাকেন, নিজের সময় মতো আসেন নিজের সময় মত বেরিয়ে যান আর স্টাইল সেটা তো স্টারদের থাকতেই হয়।

কথাটা যে আমির হাসির মোড়কে কটাক্ষ করেছেন তা বুঝতে খুব একটা সমস্যা হয়নি ভাইজানের। সালমানও চুপ ছিলেন না। এই প্রসঙ্গ টেনে তিনিও বলেন ‘এই আজ যেমন আমি অপেক্ষা করলাম।’

‘আন্দাজ আপনা আপনা’ সিনোমায় একসঙ্গে কাজ করেছিলেন সালমান-আমির। তারপর ক্যারিয়ারে একাধিক ওঠানামায় খুব একটা কেউ কারও পাশে এসে দাঁড়াননি। অন্যদিকে প্রকাশ্যে তাদের কাদা ছোড়াছুড়ি এমন পর্যায়েও নিয়ে যাননি যা তিক্ততার সৃষ্টি করে ভক্তদের মনে।

বলিউডের অন্দরমহলে নিজের একটি জগত তৈরি করে নিয়েছেন আমির। তার অভিনীত সিনেমাগুলোর স্বাদ ও উপস্থাপনা আলাদা। এমনকি তিনি মনে করেন, অভিনেতার সিনমোর দর্শকও যেন কোথাও গিয়ে খানিকটা আলাদা। আর তাই সুপারস্টারডার্ম তকমা গায়ে মাখতে নারাজ আমির।

অন্যদিকে সালমানেরও শক্ত অবস্থান রয়েছে সিনেমাপাড়ায়। টানা তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তারা। তবে কথা বলার সময় কেউ কাউকে ছাড় দেন না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সালমানের বিয়ের জল্পনা, নেপথ্যে যে ছবি
এক সিনেমায় তিন খান!
একের পর এক হুমকি, মুম্বাই ছাড়লেন সালমান
এবার শুটিং স্পটে ঢুকে সালমানকে হত্যার হুমকি