পরীমণি-সাকলায়েন ইস্যুতে যা বললেন আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গেছে, অভিযোগটি প্রমাণিত হওয়ায় সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
বুধবার (২৬ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না।
পুলিশপ্রধান আরও বলেন, সবসময় থানার দরজা খোলা থাকে, মানুষ সেখানে আসে। মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি। সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি।
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য করুন