ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
রাস্তায় পতাকা নিয়ে সৃজিতের উল্লাস
১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো এই জয় উদযাপনে উল্লাসে রাস্তায় নেমে পড়েন পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ওড়ান জাতীয় পতাকা, তোলেন ভক্তদের সঙ্গে সেলফিও। ইতোমধ্যে সে ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা গেছে, রাস্তায় মানুষ ঢাক-ঢোল পিটিয়ে ভারতের জয়ে আনন্দ প্রকাশ করছেন। হাতে পতাকা হাতে সৃজিতও নেমে পড়েছেন সবার সঙ্গে। ভক্তরা সেলফি তোলার আবদার করলে তাও রাখছেন তিনি। এমনকি মাঝে-মধ্যেই দিচ্ছেন ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগান।
শনিবার (২৯ জুন) রাতের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রান করেন। জবাবে ১৫ ওভার শেষে জয়ের জন্য ৩০ বলে ৩০ রানের সমীকরণ নামিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ ৫ ওভারে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যের সামনে ২২ রানের বেশি নিতে পারেনি প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এতে জয়ের হাসি হাসে ভারত।
মন্তব্য করুন