• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ভিউ নিয়ে পড়ে থাকি না: পড়শী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুন ২০২৪, ১৪:০৭
ছবি : সংগৃহীত

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয়েও সরব তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘এই দুটি চোখে’। সুদীপ কুমার দীপের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। কাজসহ নানা বিষয় নিয়ে এই শিল্পী মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গানে কত ভিউ হলো এটা আমার কাছে ম্যাটার করে না। ভিউটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণও না। দেখা যায়, অনেক কষ্ট করে কাজ করার পরও সেই কাজের তেমন ভিউ হয় না। তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়। তাই আমি ভিউ নিয়ে পড়ে থাকি না। তবে হ্যাঁ, ভিউ বেশি হলে শিল্পীদের কাজের আগ্রহ আরও বেড়ে যায়, এটা অবশ্যই পজিটিভ।

সবশেষ দুই-তিন মাস আগে নাটকে কাজ করেছিলেন পড়শী। এরপর আর নতুন কোনো কাজে যুক্ত হননি। কিন্তু কেন? নিজে জানালেন সে কারণও।

এই শিল্পী বলেন, অভিনয়টা করি আসলে শখ করে। মূলত আমি মনে-প্রাণে গানের মানুষ। গানটাই নিয়মিত করতে চাই।

প্রসঙ্গত, ‘এই দুটি চোখে’ শিরোনামের গানটি পড়শীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান-পড়শীর ‘কথা একটাই’
দাফন নিয়ে জটিলতা, মনি কিশোরের মরদেহ এখনও মর্গে
কণ্ঠশিল্পী আসিফকে নিয়ে যে মন্তব্য করলেন জয়
যে কারণে কারাগারে যেতে হয়েছিল মনি কিশোরকে