ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিপাকে মাধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ৩০ জুন ২০২৪ , ০৪:৫৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি এক ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ তোপের মুখে পড়েছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। পাকিস্তানি ব্যবসায়ী রেহান সিদ্দিকির আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মাধুরীর। প্রোমোটার ব্যবসায়ে যুক্ত রেহান সিদ্দিকির আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতে নিষিদ্ধ তিনি। আর সেই ব্যক্তির সঙ্গেই কাজের সূত্রে জোট বেঁধে বিতর্কে জড়ালেন মাধুরী।

বিজ্ঞাপন

মাশাবালা ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, নিষিদ্ধ রেহান বর্তমানে থাকেন হিউস্টনে। সেখানেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। চলতি বছরের আগস্ট মাসেই টেক্সাসের হিউস্টন শহরে সেই অনুষ্ঠান রয়েছে। যেখানে যোগ দেওয়ার কথা মাধুরীর।

বিজ্ঞাপন

রাজনৈতিক ভাষ্যকার তথা কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ সেই খবর শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন। 

অনুষ্ঠানের পোস্টার পোস্ট করে সুনন্দা লিখেছেন, দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানী প্রোমোটার, ভারতীয় গোয়েন্দা সংস্থা যাকে খুঁজছে, যে ভারতে নিষিদ্ধ, হিউস্টনের ব্ল্যাকলিস্টেড ব্যবসায়ী এমনকী বলিউড তারকাদেরও তার সঙ্গে কাজ করা নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেখানে মাধুরী ওই ব্যক্তির সঙ্গে কেন কাজ করছেন? অভিনেত্রী নিজে কিংবা তাঁর পরিবারের কি কেউ এই বিষয়ে আলোকপাত করতে পারবেন? আশা করি তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।

সুনন্দা বশিষ্ঠের সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি! নেটিজেনদের একাংশ সেই পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন মাধুরীর বিরুদ্ধে। একবাক্যে সকলেই তাঁকে ভারতে নিষিদ্ধ জঙ্গিঘনিষ্ঠ রেহান সিদ্দিকির ওই অনুষ্ঠান বয়কট করার আর্জি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এমন ঘটনার পরিপেক্ষিতে অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া জানাননি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |