ফেসবুকে আরশাদ আদনানের রহস্যময় স্ট্যাটাস
ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনান। প্রযোজনা করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা দুটি। নতুন খবর হলো, হঠাৎ এই প্রযোজক ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ জুন) রাতে আরশাদ আদনান ফেসবুকে লিখেছেন, ছোটভাই মাদরাসায় পড়ে। প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে, একের পর প্রশ্নে, টুকটাক কিছু কিছু জেনে নেয় আমার কাছে। একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম। সেখানে আমেরিকার একজন অ্যাথলেট লংজাম্পে রেকর্ড গড়েছে। সেই মুহূর্তে ছোটভাই এসে পাশে বসলো- জিজ্ঞেস করলো- ভাইয়া কি দেখছেন! আমি বললাম, রেকর্ড ভাঙা গড়া দেখছি! ছোটভাই না বোঝার মতো করে তাকিয়ে রইলো! আমি তার চোখ দেখে বুঝলাম- সে কিছুই বোঝেনি! আমি বললাম, লংজাম্পে এই অ্যাথলেট রেকর্ড ভেঙেছে! ছোটভাই, খুব সাধারণ ভাবে বললো- এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি!
তিনি আরও লিখেছেন, আমি আর তার কথার মানে না খুঁজেই চুপচাপ টিভিতে চোখ রাখলাম। পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোটভাইকে দেখি- দৌঁড়াচ্ছে আর লাফ দিয়ে কিছু ছুঁড়ে মারছে। জিনিসটি ভেঙে যাচ্ছে। সে খুব খুশি। আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম- কী করছো! সে বললো লং জাম্প দিয়ে রেকর্ড ভাঙছি। পরক্ষণেই বুঝলাম, সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে। আহা ছোট ভাই, আহারে রেকর্ড।
প্রযোজকের এমন স্ট্যাটাসে নেটিজেনদের প্রশ্ন, কাকে ইঙ্গিত দিলেন তিনি? কাকে ঘিরে এই রহস্যময় স্ট্যাটাস? কেউ কেউ আবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ এর রেকর্ড ভাঙার প্রচারণার সঙ্গে এই ‘রেকর্ড ভাঙা’ স্ট্যাটাসের তুলনা করছেন। বলছেন, সে কারণেই হয়তো এই রূপক স্ট্যাটাস।
মন্তব্য করুন