এবার সিডনি মাতাবে ‘জলের গান’
শ্রোতা-দর্শকদের প্রিয় ব্যান্ডদল ‘জলের গান।’ বরাবরই তাদের গানে মুগ্ধ শ্রোতারা। এবার সেই মুগ্ধতা ছড়াতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে দলটি। সেখানেই ‘জলের গানে’ ভাসবে সিডনির প্রবাসী বাংলাদেশিরা।
জানা গেছে, আগামী ৬ জুলাই বিকেল পাঁচটায় সিডনির হার্স্টভিলের মারানা অডিটরিয়ামে আয়োজিত গানের উৎসবে গাইবে ‘জলের গান।’ এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে সেখানে গিয়েছে ব্যান্ডদল দলটি।
গত ৩ জুলাই দুপুরে সিডনি পৌঁছান দলের সদস্যরা। সিডনির আগে আগামীকাল শুক্রবার দেশটির রাজধানী ক্যানবেরার প্রবাসী বাংলাদেশিদের গান শোনানোর কথা রয়েছে দলটির।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গানের উৎসবে যোগ দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করার পাশাপাশি সিডনির প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন দলটির সদস্যরা।
এ প্রসঙ্গে দলের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের গান শোনাতে পারার আনন্দ একদিকে, আরেকদিকে তাদের আতিথেয়তায় মুগ্ধে আমরা। মনে হচ্ছে বেড়াতে এসেছি। তাই গান শুনিয়ে তাদেরকে খুশি করে যেতে পারার আশা রাখছি। সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার।’
কনসার্টাটর আয়োজন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। এ নিয়ে পঞ্চমবারের মতো গানের উৎসবের আয়োজন করল প্রতিষ্ঠানটি। প্রতিবারের মতো এবারও গানে গানে সিডনির বাংলাদেশিদের মাতানোর প্রচেষ্টার কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সদস্য মিরাজ হোসেন।
‘জলের গান’ ছাড়াও এই সংগীত উৎসবে আরও গাইবে ব্যান্ড দল নেমেসিস। এদিকে উৎসবটিকে ঘিরে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে যেন উৎসাহের কমতি নেই।
মন্তব্য করুন