• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

এবার ‘ছাগলকাণ্ড’ নিয়ে গান

আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ১৫:০২

দেশজুড়ে আলোচিত ‘ছাগলকাণ্ড’ এবং প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দুর্নীতি ও এক খামারির বেপরোয়া কথাবার্তা নিয়ে তৈরি হলো গান।

জনপ্রিয় লোকসঙ্গীত ‘মরার কোকিলে’ গানের সুর অবলম্বনে এই প্যারোডি গান লিখেছেন রফিক সুলায়মান।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, মরার কোকিলে গানের কালজয়ী সুরে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত। এই গানের সুর আমার হৃদয়ে স্থায়ী রেখাপাত করে আছে। তাই দুর্নীতিবিরোধী গান লেখার সময় এই লোকপ্রিয় সুরটিই মাথায় ছিল।

গানটির যন্ত্রানুষঙ্গ পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন শিল্পী কেডি উজ্জ্বল। তিনি বলেন, বিখ্যাত একটি লোকসঙ্গীতের সুর অবলম্বনে রচিত গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করি তীর্যক হাসির গানের মূল রূপ এখানে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি।

গানটি ইউটিউব পিএনএস অনলাইনে অবমুক্ত হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলকাণ্ডের সেই মতিউর স্বেচ্ছায় অবসরে
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রীর আবেদন বাতিল
মতিউর ও তার পরিবারের ১১৬ ব্যাংক হিসাব জব্দের আদেশ
ছাগলকাণ্ডের পর সরিয়ে ফেলেন ৮ কোটি