গাছের ডাল ভেঙে পড়ে জনপ্রিয় কৌতুক অভিনেতার মৃত্যু
অস্ট্রেলিয়ার জনপ্রিয় কৌতুক অভিনেতা ও বিখ্যাত কুকুর আচরণবিদ টনি নাইট ভয়াবহ এক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৭ জুন দক্ষিণ ফ্রান্সের লাভউরে রক অ্যান্ড কার উৎসবে অংশ নেওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। সম্প্রতি অভিনেতার পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি।
দ্য মিরর সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা টনি একটি গাছের নিচে ছিলেন। হঠাৎ করেই গাছের ডাল ভেঙে পড়ে এবং এতে অভিনেতাসহ আরও ছয়জন আহত হন। তবে দুর্ভাগ্যবশত এ ঘটনায় শুধু অভিনেতারই মৃত্যু হয়।
এ ঘাটনায় ‘গো ফাউন্ড মি’ পেজে জোয়ান অ্যালেন এক বিবৃতিতে জানিয়েছেন, টনি নাইটের জন্য ফিট, স্বাস্থ্যকর, সুখী এবং সবই ছিল। দুর্ঘটনার আগ পর্যন্ত উৎসবটি উপভোগ করছিলেন অভিনেতা। এ ছাড়াও টনি নাইটকে একজন ক্যারিশম্যাটিক, মজার, আবেগপ্রবণ ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়েছে।
টনি নাইট তার বন্ধু পাসকলের সঙ্গে এই উৎসবে যোগ দেওয়ার কয়েক দিন আগে ফ্রান্সে ছিলেন। অভিনেতা পরিচয়ের বাইরে কুকুরের প্রশিক্ষণে ব্যতিক্রম পদ্ধতিগুলোর জন্যও বেশ পরিচিত ছিলেন তিনি। যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও প্রশংসা এনে দিয়েছে।
এদিকে অভিনেতার মৃত্যুতে লাভউরের মেয়র বার্নাড ক্যারায়ন শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের শহরে এর আগে কখনো এমন অদ্ভুত নাটকীয় ঘটনা ঘটেনি। এই কঠিন সময় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি।
মন্তব্য করুন